Friday, February 26, 2016

স্বর্ণযুগের বরেন্য সঙ্গীতশিল্পী শ্রী বিনোদ চট্টোপাধ্যায়

স্বর্ণযুগের বরেন্য সঙ্গীতশিল্পী শ্রী বিনোদ চট্টোপাধ্যায় 
এই আলোচনা এমন এক বরেন্য বাঙালী সংগীতকারকে নিয়ে যিনি বাংলার সাংস্কৃতিক পরিবেশ থেকে অনেক দূরে থেকে এবং কলকাতার কোন সঙ্গীত-গোষ্ঠীর সাথে যুক্ত না হয়েও প্রায় সবার অগোচরেই আধুনিক বাংলাগানের সরণীতে বড় ছাপ রেখে গেছেন, এমন এক সঙ্গীতজ্ঞ যার মুল্যাযন কেবল সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করতে গেলে অবিচার করা হবে। এমন এক প্রতিভা, যিনি বাংলা গানের সুরের বাইরে হিন্দী গানের গীত নিজে লিখে সুর দিতেন আর সেই সব গান যারা গাইতেন তারা ছিলেন সব মহান শিল্পী। শ্রী বিনোদ চট্টোপাধ্যায়ের (৩.১০.১৯২৪-৭.৭.২০১৪)জন্ম হয়েছিল অধুনা পাকিস্তানের লাহোরে, ১৯৪৮-এ ওনাদের পরিবার চলে আসেন লখনৌতে। কিন্তু তার আগেই ১৯৪১-এ উনি Performing Artist -এর Audition দিয়ে আকাশবাণী, কলকাতায় গান গেয়েছেন, সুগম সঙ্গীত অনুষ্ঠানে. বয়েস তখন সতেরো। ১৯৫৩-তে  বিনোদবাবু আকাশবাণী লখনৌতে যোগ দেন Staff Artist হিসেবে যেখান থেকে উনি ১৯৮৫ এ অবসর নেন Light Music Composer পদ থেকে। আকাশবাণী লখনৌতে অনেক খ্যাতিমান সঙ্গীত বিশারদদের সাথে কাজ করেছেন, যেমন ভি জি যোগ, ভীমসেন যোশী এবং আরও অনেকে। এমন বলা হয় যে প্রখ্যাত শিল্পী বেগম আখতার (যিনি নিজেই অসাধারণ সুরকার ছিলেন) যখন আকাশবাণী, লখনৌতে গান গাইতেন, তখন বিনোদবাবু'র সুর দেওয়া গান গাইতে পছন্দ করতেন, নিজের সুর দেওয়া অনেক গানের রদবদলও করেছিলেন বিনোদবাবুকে দিয়ে আকাশবাণী, লখনৌর সংগ্রহশালায় বিনোদবাবুর বেতার সম্প্রচারিত গানের সংগ্রহ আছে। ১৯৫৫-১৯৬০-তে বিনোদবাবু বম্বের হিন্দী সিনেমার গানের সাথে যুক্ত ছিলেন, সুরকার সি রামচন্দ্রর সঙ্গীত-সহকারী হিসেবে অনেক সিনেমাতে কাজ করেন - -  সারদা(১৯৫৭), নভরং (১৯৫৯)ইত্যাদি। বিনোদবাবুর সৃজনশীলতার প্রমান পাওয়া যায় অনেক প্রাইভেট হিন্দী গানের এলবামে, যেগুলো বেশিরভাগই রাগপ্রধান বা ধার্মিক পর্যায়ের, যেমন "মেহর", "ঊর্জা" আর "পূজাকে ফুল"
বিনোদবাবুই আশা ভোঁসলে এবং মহম্মদ রফিকে বাংলা গানের জগতে আনেন, সেই ১৯৫৮-এ, ওনার সুরেই ওই দুই শিল্পী প্রথম বাংলাগানের রেকর্ড করেন। "তোমার মনের সুধা" এবং "আকাশের দুটি তারা" (আশা ভোঁসলে)সেরা আধুনিক বাংলা গানের মধ্যে পরে, "ওই দূর দিগন্ত পারে" কিম্বা "কথা ছিল দেখা হলে বিজনে"(মহম্মদ রফি)ছিল নতুন স্বাদের বাংলা গান, যার সুবাদেই পরবর্তী কালে ওই দুই শিল্পী আরও অনেক রকমের বাংলা গান গেয়েছেন। গীতা দত্তর গাওয়া "জানিতে চেয়েছ তুমি" কিম্বা "শুধু একবার বলে যাও" যেমন মনকে আচ্ছন্ন করে রাখে, তেমনি তালাত মাহমুদের "এলো কি নতুন কোনো গোধূলীবেলা" ছিল আবেশ জড়ানো এক পরিবেশন। লতা মঙ্গেশকারও গেয়েছেন "তোমার বকুল বনে", বিনোদবাবুর দেওয়া সুরে।
বিনোদবাবু হিন্দীতে অনেক গান নিজেই লিখে নিয়েই সুর দিয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়তালাত মাহমুদ  এবং সি.এইচ. আত্মাপ্রত্যেকেই গান গেয়েছেন, বিনোদবাবুর রচনায়। "শ্যামকে দীপক জ্বলে" মহম্মদ রফির একটি অপূর্ব গান, যার লেখক-সুরকার ছিলেন বিনোদবাবু।
বিনোদবাবু ভাত্খান্ডে সঙ্গীত বিদ্যাপীঠের সাথে জড়িত ছিলেন, নিজের গানের স্কুলেও গান শেখাতেন।অলকা ভাটনাগর(গজল ভজন), দেবেশ রাকেশ(অগ্নিহত্রীবন্ধুএই নামেই ওই দুই ভাই পরিচিত, ধার্মিক গানের অনুরাগী)এবং আরও অনেক কৃতী শিল্পীদের উনি সঙ্গীত শিক্ষা দিয়েছেন। কন্যা সুমনা রায় বিশ্বাস এক প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন, বিনোদবাবু এবং বেগম আখতারের কাছে উনি তালিম পান।
নিচের লিংক- (পুত্র শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সৌজন্যে প্রাপ্ত) বিনোদবাবুর শেষ বয়েসে গাওয়া একটা গানের ভিডিও রেকর্ডিং আছে, শুনলে মুগ্ধ হবেন, সম্ভবত উনিই আকাশবাণীতে সব চাইতে বেশি বয়েস পর্যন্ত গান  করেছেন।
যেহেতু বিনোদবাবুর সুর দেওয়া গান বেশির ভাগ বেতার অনুষ্ঠানে পরিবেশন হত, ওনার গানের বিশদ ও সঠিক তালিকা বানানো খুব কঠিন, অ্যালবাম যা ছিল সেগুলো প্রাইভেট (ফিল্মের গান না)হবার জন্য তাদেরও সাজানো সহজ নয়। সেই জন্য নিচের তালিকায় ভুল তথ্য থাকা খুবই স্বাভাবিক, ভুল শুধরে দিলে কৃতজ্ঞ থাকব পাঠকের কাছে।
শ্রী বিনোদ চট্টোপাধ্যায়ের সুর দেওয়া গান
গান
শিল্পী
গীতিকার
সন
বাংলা গান
তোমার মনের সুধা
আশা ভোঁসলে
পবিত্র মিত্র
১৯৫৮
আকাশের দুটি তারা
আশা ভোঁসলে
পবিত্র মিত্র
১৯৫৮
আমার জীবনে তুমি
আশা ভোঁসলে
পবিত্র মিত্র
১৯৫৮
আমি সুখে আর দুঃখে
আশা ভোঁসলে
পবিত্র মিত্র        
১৯৫৮ (?)
এলো কি নতুন কোনো গোধূলীবেলা
তালাত মাহমুদ
শ্যামল গুপ্ত
১৯৫৮
সুন্দরতর তুমি আমার প্রেমে
তালাত মাহমুদ
শ্যামল গুপ্ত
১৯৫৮
জানিতে চেয়েছ তুমি
গীতা দত্ত
শ্যামল গুপ্ত
১৯৫৯
মাটির ভূবনে যদি
গীতা দত্ত
শ্যামল গুপ্ত
১৯৫৯
শুধু এক বার বলে যাও
গীতা দত্ত
পুলক বন্দোপাধ্যায়
১৯৬০
হৃদয় আমার কিছু যদি
গীতা দত্ত
পুলক বন্দোপাধ্যায়
১৯৬০
তোমার বকুল বনে অনেক  মুকুল
লতা মঙ্গেশকর
শ্রী শংকর
১৯৬০
আমার গোপন ব্যথার
লতা মঙ্গেশকর
শ্রী শংকর
১৯৬০
ওই দূর দিগন্ত পারে
মহম্মদ রফি
পবিত্র মিত্র
১৯৫৮
এ জীবনে যদি আর কোনো দিন
মহম্মদ রফি
পবিত্র মিত্র
১৯৫৮
কথা ছিল দেখা হলে বিজনে
মহম্মদ রফি
প্রনব রায়
১৯৫৮
নাই বা পরিলে আজ মালা
মহম্মদ রফি
প্রনব রায়
১৯৫৮
হিন্দী গীত
ও অনজানে সুরত বোল ক্যা হ্যায় তেরা নাম
হেমন্ত মুখোপাধ্যায়
বিনোদ চট্টোপাধ্যায়

অখেদ কিয়া থা
হেমন্ত মুখোপাধ্যায়
বিনোদ চট্টোপাধ্যায়

যে তেরা মুস্কুরানা
হেমন্ত মুখোপাধ্যায়
বিনোদ চট্টোপাধ্যায়

খুবসুরত হো  তুম
হেমন্ত মুখোপাধ্যায়
বিনোদ চট্টোপাধ্যায়

শাম কে দীপক জ্বলে
মহম্মদ রফি
মধুকর রাজস্থানী
১৯৬০
একবার মুঝে প্রীতম কহকর
তালাত মাহমুদ 
বিনোদ চট্টোপাধ্যায়
১৯৬০
কিসমত কা মারা পন্ছি একেলা
তালাত মাহমুদ 
বিনোদ চট্টোপাধ্যায়

সপনা বন আ যাতা কোই
তালাত মাহমুদ 
বিনোদ চট্টোপাধ্যায়

আজ রাত নেহি কোই সাথ
তালাত মাহমুদ 
বিনোদ চট্টোপাধ্যায়

বাস্ তুম সুনকর
সি এইচ  আত্মা
বিনোদ চট্টোপাধ্যায়

ইস জীবন মে  (2)
সি এইচ  আত্মা
বিনোদ চট্টোপাধ্যায়

কৌন সা  গীত সুনাউ সজনী
সি এইচ  আত্মা
বিনোদ চট্টোপাধ্যায়

কিসকো  কেয়া খবর  
সি এইচ  আত্মা
বিনোদ চট্টোপাধ্যায়

বদলে রং জমানা
সি এইচ  আত্মা
প্রেম ধাওয়ান

ডগ্মগাতে হুয়ে কদমো কো
সি এইচ  আত্মা
শামীম জয়পুরী

তুম জো  নজর আয়ে
সি এইচ  আত্মা
সাউকাত পরদেসী

জো গীত কিসীনে না ছেড়া থা
সি এইচ  আত্মা
সাউকাত পরদেসী

যে দোস্ত মুঝে অব যাদ না কর ()
সি এইচ  আত্মা
সাউকাত পরদেসী

ছম্মা ছাম ()
সি এইচ  আত্মা


ইস জীভান মে ()
সি এইচ  আত্মা
বিনোদ চট্টোপাধ্যায়

ঠাহর জারা ও পাগল পনছি ()
সি এইচ  আত্মা
সাউকাত পরদেসী

ইয়ে সুবহ সাম রস না আয়ে ()
সি এইচ  আত্মা
শামীম জয়পুরী

ইয়ে মেরি আপনি খতা হ্যায় ()
সি এইচ  আত্মা
ন্যায় শর্মা

চার দিন কি চাঁদনী হ্যায় (২)



এয় খাক এ বতন (৩)



আন্ধি চলী তো  (৩)  



হুসন হ্যায় ইয়ে  (৩)



জামাই কা  স্বাগত (১)
সমবেত


বহু  কা  স্বাগত (১)
সমবেত


ইত্র মে ডুব রহি (সেহরা) (১)
সমবেত


বান্নী  তোরা  বান্না ()
সমবেত


গনেশ বন্দনা (১)
সমবেত


আজব আপনা হাল হোতা   (৪)
সুমনা রায় বিশ্বাস


মোহব্বত মে করে ক্যায়া  (৪)
সুমনা রায় বিশ্বাস


আপকা এইতবার কউন করে   (৪)
সুমনা রায় বিশ্বাস


খাতির সে ইয়া লিহাজ সে   (৪) 
সুমনা রায় বিশ্বাস


কিয়া হ্যায় দিনার   (৪)
সুমনা রায় বিশ্বাস


কাবে কি হ্যায় হাবিস   (৪)
সুমনা রায় বিশ্বাস


পূজা কে ফুল                     মেহর                        ঊর্জা                                       দাগ-২

আরও পড়ুন:
এই লেখায় শ্রী বিনোদ চট্টোপাধ্যায়ের সুপুত্র শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্গীতশিল্পীর কিছু বাক্তিগত তথ্য সংযোজন  করেছেন, অনেক ধন্যবাদ ওনাকে। অনেক বিশদ জানা গেছে নিচের লেখাগুলি থেকেও:
Ref: http://airddfamily.blogspot.in/2014/07/obituary-famous-music-composer-and-air.html
http://hemantamukherjee.weebly.com/non-film-hindi-songs-others-tune.htm
http://atulsongaday.me/2013/04/10/shaam-ke-deepak-jaley/ 
http://gaana.com/artist/vinod-kumar-chatterjee
http://www.hamaraforums.com/lofiversion/index.php?t2331.html
http://mio.to/artist/Vinod+Chatterjee


এই ব্লগের কোনো তথ্য  যদি কেউ  অন্য কোনো লেখায় ব্যবহার করেন, তবে আশা করবো তার স্বীকৃতি দেবেন।

3 comments:

  1. স্বর্গীয় বিনোদ চট্টোপাধ্যায় এর অগ্রজ স্বর্গীয় প্রশান্ত চট্টোপাধ্যায় আমার প্রতিবেশী ছিলেন। সেইসুত্রে তাঁকে ও তাঁর পরিবার কে দেখার সুযোগ হয়েছে। আমার যতদুর শোনা তাঁর পিতা চাকরিসুত্রে লাহোর এবং চন্ডীগরে ছিলেন। তাঁদের পিতৃপুরুষের ভিঁটে ছিল হুগলি জেলার পুইনাইন গ্রামে। বাবুয়া দাদার তথ্য ওঁর জেঠুর তথ্য থেকে আলাদা।

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. সব তথ্যের উৎস দেওয়া আছে লেখার শেষে। প্রামানিক নতুন তথ্য পেলে অবশ্যই সংযোজন করবো। ধন্যবাদ।

      Delete